এম আর মাইনউদ্দীন,নরসিংদী ।
আজ ০৩ নভেম্বর, ২০২৩খ্রি. শুক্রবার নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন – নরসিংদী জেলা পুলিশ পুলিশ সুপার – জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম তার বক্তব্যে- নরসিংদী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
এ সময় উক্ত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, পুলিশ লাইন্স, নরসিংদী জনাব তোয়াহা ইয়াসীন হোসেন, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও (১), ওসি ডিবি বৃন্দ।
Leave a Reply