এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে গরীব, অসহায় এবং দুস্থদের মাঝে জন প্রতি ১০কেজি করে চাল বিতরণ করা হয় সরকারি পর্যায়ে ৪৬১ জনের মধ্যে।
কিন্তু পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম রমজানের শেষদিকে সাধারণ ও অসহায় মানুষের দুঃখ -দুর্দশার কথা বিবেচনা করে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে মাধবদী বাজার অক্ষয় ভান্ডার নামে পাইকারি চাউলের দোকান থেকে ৫০ কেজির ৫৫টি চালের বস্তাআরো ২৭০ জন গরীবদের মাঝে নিজ হাতে বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল ২৪)সকাল ১০টায় পাইকারচর ইউনিয়ন পরিষদে সুশৃঙ্খল ভাবে আগতদের হাতে চেয়ারম্যান ১০ কেজি চালের ব্যাগ তুলে দেন।
ইউনিয়নের গরীব, মিসকিন, এতিম, বিধবাদের মধ্যে এ চাল বিতরণ করা হয়। ৭৩১ জনের মধ্যে চাল বিতরণ শেষে চেয়ারম্যান বলেন, সরকারি সহযোগিতার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে আমার পক্ষ থেকে আমার ইউনিয়নের গরীবদের মাঝে চাল বিতরণ করেছি। এই রমজানে ঈদের আগে তাদের পাশে দাড়াতে পেরে আমি আনন্দিত। আমার ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে আমি সব সময়ই ছিলাম এবং আমৃত্যু থাকবো।
চাল নিতে আসা তাহেরা বেগম (৪০) বলেন,আমি কামারচর থেকে এসেছি, আমি ১০ কেজি চাল পেয়েছি। আমি খুশি। আমাদের চেয়ারম্যান খুব ভালো মানুষ এবং দয়ালু। তিনি সব সময়ই গরীবদেরকে সাহায্য করেন। শুনেছি আজও তিনি ব্যক্তিগত ভাবে ৫৫ বস্তা চাল দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।
এছাড়াও আগতদের সবাই চাল পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যান।
Leave a Reply