এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
পবিত্র -ঈদ -উল-ফিতর উপলক্ষ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলায় অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসন।
গত ০৩ এপ্রিল ২০২৪ তারিখে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান – সৈয়দ জাবের হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র তুষার।
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই ও ৩ প্যাকেট নুডুলস রয়েছে। এর আগে গত কয়েকদিনে বেলাবো, রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। নরসিংদী সদর উপজেলাতে আগামী কয়েকদিনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন নরসিংদীর সুত্রে জানা যায়।
Leave a Reply