এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
শুক্রবার (১৭ই মে ২২৪ খ্রি) সকালে বেশ কিছু নিম গাছ,কাঠ বাদাম,আম,কাঁঠাল ও কৃঞ্চচূড়া গাছের চারা সহ বিভিন্ন ঔষধিগাছ রোপণ করা হয়েছে।
ঈদগাহ ময়দানে গাছের স্বল্পতা থাকায় মুসল্লিরা রৌদ্রে কষ্টকর পরিবেশে ঈদের সালাত আদায় ও খুৎবা শুনে থাকেন। মুসল্লিদের কষ্ট লাঘব, ছায়াশীতল ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঈদগাহ কমিটি কিছু বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। এ সময় চরদিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- মোঃ শওকত আলী প্রধান, ঈদগাঁ কমিটির সাধারণ সম্পাদক – হাজী জামাল হোসেন সিকদার, বিশিষ্ট সমাজ সেবক – মোঃ রবিউল ইসলাম সরকার, মোঃ আজগর আলী প্রধান, মোঃ রহমতুল্লাহ মেম্বার, মোঃ ফরহাদ মেম্বার, সিরাজুল ইসলাম প্রধান, মোঃ কালাম মেম্বার, ডাঃ শওকত সরকার, আহম্মদ হোসেন ইমন, আবুল বাশারসহ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় চরদিঘলদী বাজার বনিক সমিতির সভাপতি ও চরদিঘলদী কেন্দ্রীয় ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ – মোঃ আজগর আলী প্রধান বলেন, এই প্রতিষ্ঠানটি সকলের সুতরাং সকলের কাছে ঈদগাহ কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকলো গাছগুলো দেখে শুনে রাখবেন। প্রয়োজনে আপনার পক্ষ থেকে একটি গাছ ঈদগাহের ফাঁকা জায়গায় লাগান। আসুন আমরা বৃক্ষরোপনের মাধ্যমে সাদকায়ে জারিয়া হিসাবে আমাদের ও আপনাদের পরিবারের সদস্যদের মৃত্যুর পরে কাজে লাগনোর চেষ্টা করি ইনশাল্লাহ।
Leave a Reply