এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নির্বাচনের প্রচারণাকালীন প্রতিদ্বন্দ্বী এক পক্ষের হামলায় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: সুমন মিয়া মৃত্যুবরণ করেছেন।
২২ মে ২০২৪ তারিখ বিকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নি*হত মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, ওই প্রার্থী নির্বাচনের প্রচারণার সময় হামলার শিকার হন। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই প্রার্থী মারা যান।
পরবর্তীতে রাত ৯ টা নাগাদ নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহহাম্মদ মোস্তাফিজুর রহমার পিপিএম ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার নরসিংদী বলেন, অপরা#ধীদের দ্রুত গ্রেফতার হবে ও তাদের উপযুক্ত বিচার হবে।
Leave a Reply