এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
৩১শে মে শুক্রবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালা ও মতবিনিময় সভায় – প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব -ড. হাফিজ আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন – নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নরসিংদী পুলিশ সুপার- মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
আলোচ্য কর্মশালায় অন্যান্যদের মধ্যে নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, মানবাধিকার কর্মী, পশ্চাদপদ জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply