এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) চৌকস টিমের নেতৃত্বে
নরসিংদী মেহের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল গুলি উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা ( ডিবি)।
জানা যায়, মাধবদী থানার মামলা নং-২৬, তারিখ-৩০/০৫/২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪২/১২০বি/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি ৩/৪/৬ মামলায় গ্রেফতারকৃত রিমান্ডপ্রাপ্ত আসামী নোবেল মিয়া ওরফে নবেল মিয়া (২৮), পিতা-হাবিবুর রহমান, সাং-পৌলানপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী এর দেওয়া তথ্যমতে মাহবুবুল চেয়ারম্যানকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি মাধবদী থানাধীন ভগিরথপুর সাকিনস্থ আতাউর মেম্বারের বসত বাড়ির দক্ষিন পাশে লোহার সিড়ি সংলগ্ন মাটির নিচে পুতে রাখা অবস্থায় আসামীর দেখানো ও শনাক্তমতে ইং ২২/৬/২৪ তারিখ রাত ০১.১০ ঘটিকায় । নরসিংদী জেলা ডিবির অফিসার ইনচার্জ তারণ্যের অহংকার খোকন চন্দ্র সরকারের নির্দেশে এসআই (নিঃ) সাদেকুর রহমান সহ সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় উদ্ধার করেন।
উল্লেখ – চাঞ্চল্যকর জনপ্রিয় মাহবুব চেয়ারম্যান হত্যাকান্ডের ব্যবহৃত পিস্তল উদ্ধার হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নরসিংদী জেলা পুলিশ সুপার ও নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদীর সচেতন মহল।
Leave a Reply