এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪খ্রি. তারিখ হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ০৭ সেপ্টেম্বর, ২০২৪খ্রি. তারিখ মাধবদী থানা পুলিশ এবং পলাশ থানা পুলিশ কর্তৃক পৃথক অভিযানে ২টি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
গত ০৭ সেপ্টেম্বর ২০২৪খ্রি. তারিখ আনুমানিক ১২.০০ ঘটিকায় অফিসার ইনর্চাজ মাধবদী থানার নেতৃত্বে মাধবদী থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন আনন্দী ব্রিজের পূর্বপাশে বাংলা মার্কেট সংলগ্ন জায়গায় পরিত্যাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগে ১টি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড সবুজ রং এর ওয়ান শুটারগানের কার্তুজ উদ্ধার করে।
একই তারিখ পলাশ থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে থানাধীন ফুলবাড়িয়া হালদারপাড় এলাকা থেকে আনুমানিক ২৩.৩০ ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র গুলি মাধবদী এবং পলাশ থানা হেফাজতে রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান নরসিংদী জেলা পুলিশ।
Leave a Reply