এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম,
তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশ” এই শ্লোগান সামনে নিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়ে গেলো ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর ব্রিফিং।
রবিবার (৩ নভেম্বর, ২০২৪খ্রি.) নরসিংদী পুলিশ লাইনস্ ড্রিল সেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে (০৪ নভেম্বর হতে ০৬ নভেম্বর ২০২৪খ্রি. পর্যন্ত) প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্রিফিং প্যারেডে নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান।
নিয়োগ বোর্ডের সভাপতি পুলিস সুপার মহোদয় প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার কার্যক্রমে ধৈর্য পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply