নিজের বেলায় ষোল আনা
~~~~~~~~~~~~~~~ মোঃ রবিউল ইসলাম সরকার
বিবেকবোধ নেই আর
সঙ্গী এখন লোভ
পান থেকে চুন খসলে
বাড়ে শুধু ক্ষোভ।
নিজের বেলায় ষোল আনা
পরের বেলায় সিকি
মনে আছে হিংসার আগুন
জ্বলে ধিকিধিকি।
অল্পতে মন ভরে না
হা-পিত্যেশ করি
ছল চাতুরি প্রতারণায়
নিজের পকেট ভরি।
বিবেক ছাড়া পথ চলি
মুখোশ পরা মুখ
নীতিবোধ বিসর্জন দিয়ে
খুঁজে ফিরি সুখ।
প্রকাশিত-১৭ নভেম্বর ২০৩৪ খ্রি. দৈনিক নরসিংদীর দিনকাল
Leave a Reply