বিশেষ প্রতিনিধি,নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাধবদী থানার আহবায়ক কমিটি( আংশিক) গঠন করা হয়েছে।
গত ৩ ই ফেব্রুয়ারী ২০২৫ ইং নরসিংদী জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে -১, মোঃ বিল্লাল হোসেন কে – আহবায়ক।
২.খন্দকার মাহাবুব আলমকে সদস্য সচিব। সৈয়দ আমজাদ হোসেন, মোঃ মোতালি মিয়া,এম এ জামান ফকির, আতাউর রহমান, সাব্বির হোসেন,রুবেল মিয়া ও আফসানা আক্তারকে যুগ্ম আহবায়ক করে আংশিক কমিটি করা হয়।
নরসিংদী সরকারি কলেজের সাবেক সফল ছাত্রদল নেতা এম এ জামান ফকির বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সন্মানিত যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক, ডাকসুর সাবেক জিএস ও নরসিংদী –১ সদর সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য – জননেতা খায়রুল কবির খোকন মহোদয়ের বিশস্ত হাতিয়ার এবং বিএনপির দুর্দিনের ত্যাগী কর্মি।
Leave a Reply