এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আধুনিক ও দার্শনিক কবি আলহাজ্ব মাহমুদুল হাসান শামীম নেওয়াজ রচিত “অনন্তের পথে চলেছি আমি” কাব্যগ্রন্হের মোড়ক উন্মোচিত হয়েছে ।
৩১ শে মার্চ ২০২১ খ্রি. বুধবার বিকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের হল রোমে বিশিষ্ট শিক্ষানুরাগী,কবি,লেখক, ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ডঃমশিউর রহমান মৃধা এর সভাপতিত্বে – আধুনিক কবি শামীম নেওয়াজের রচিত কাব্যগ্রন্থ ” অনন্তের পথে চলেছি আমি ” এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী স্যার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোস্তফা মিয়া স্যার।
অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের প্রফেসর, বিশিষ্ট কবি, লেখক স্নিগ্ধা বাউল, বিশিষ্ট লেখক, কবি,আবৃত্তিকার মোতাহার হোসেন অনিক, গ্রন্হটির সম্পাদক,যুবনেতা জনাব ভাস্কর অলি মাহমুদ, কবি পত্নী জনাবা আয়েশা নেওয়াজ সহ বই প্রেমী শুভাকাঙ্ক্ষীরা । উল্লেখ, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা কবির কবিতা, ভাষা ও দার্শনিক চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply