নিজস্ব প্রতিবেদক, নরসিংদী।
করোনা মহামারীর সংকট কালে শিশু ও দুস্থদের মাঝে খাদ্য ও মাস্ক বিতরন করেন নরসিংদী জেলা খেলাঘর।
আজ ০১ মে ২০২১খ্রি রোজ শনিবার নরসিংদী জেলা খেলাঘর এর আয়োজনে শিশু ও দুস্থ মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপক গোলাম মোস্তফা স্যার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ মোস্তাক ভূইয়া-সদস্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটি,আব্দুল বাছেদ ভূইয়া- সাধারণ সম্পাদক, খেলাঘর নরসিংদী জেলা কমিটি,দীপঙ্কর সাহা-যুগ্ম-সাধারণ সম্পাদক-খেলাঘর নরসিংদী জেলা কমিটি,মোঃ জসিম মিয়া- যুগ্ম-সাধারণ সম্পাদক- খেলাঘর নরসিংদী জেলা কমিটি, মোঃ মোজাম্মেল ভূইয়া টিপু-সম্পাদক মণ্ডলীর সদস্য- খেলাঘর নরসিংদী জেলা কমিটি,হাজ্বী বাহাউদ্দীন ভূইয়া অমি-সভাপতি-ঝুমকোলতা খেলাঘর আসর,
শ্রী এলটন গোস্বামী-সভাপতি-সবুজ পাহাড় খেলাঘর আসর,মোঃ-সাহেদ আহমেদ জনি- সাধারণ সম্পাদক- ঝুমকোলতা খেলাঘর আসর,মোঃনজরুল ইসলাম জুয়েল- সাধারণ সম্পাদক- দুর্বাদল খেলাঘর আসর, তৌকির আহমেদ, নাঈম ও বিভিন্ন খেলাঘর আসরের সদস্য সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply