নিজস্ব প্রতিবেদক, দৈনিক খবরের দলিল।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
আজ ১ লা মে ২০২১ শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর এলাকায় জয়নাল আবেদীন নামের ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দেন তিনি।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর কাছ থেকে
জানা যায়, কৃষক জয়নাল আবেদিন শ্রমিক-সংকটে ভুগছিলেন। এতে তিনি ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে আজ শনিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষক জয়নাল আবেদিনের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
এ সময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় লোকজন ভিড় করেন ওই ধানক্ষেতের আশপাশে। এ সময় প্রতিমন্ত্রীর প্রশংসা করেন এলাকার সর্বস্তরের লোকজন।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব। সরকার দেশের ক্ষতিগ্রস্ত সব কৃষককে সরকারিভাবে সাহায্য-সহযোগিতা করবে।তিনি আরো বলে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করোনা কালীন সকল সংকট মোকাবিলায় তৃণমূল জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে সরকারের সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply