নরসিংদী প্রতিনিধি ( সদর) ।
“করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ জনস্বার্থে নরসিংদী জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ ১ মে ২০২১ নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় নরসিংদী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখাসহ জনস্বার্থে মোবাইল কোর্ট আইন -২০০৯ এর তফসিলভুক্ত বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৩৬ টি মামলা রুজু করে মোট ১৬২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নরসিংদী জেলা পুলিশ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।
Leave a Reply