হুমায়ুন কবির, নরসিংদী :
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন কর্মহীন মানুষের ঘরে ঘরে ছুটছেন নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান ( মানিক)। লকডাউনের ২য় ধাপের সঙ্কটময় সময়ে ও পূর্বের ন্যায় পৌরসভার ১২টি ওয়ার্ডের আনাচে কানাচে রাতদিন জনগণের পাশে থেকে খাদ্য ও সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছেন।
জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিচ্ছেন বাজারগুলোতে। ক্লান্তিহীন এ মানুষটি হলেন মাধবদী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন প্রধান ( মানিক) । তার এসব কাজে জনগণ থেকে আখ্যা পাচ্ছেন মানবিক মেয়র হিসেবে।সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে বিপুল সংখ্যাক দিনমজুর, অসহায় দুস্থ মানুষে , আলেম সহ কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রীর মানবিক সহায়তা প্রদান করছেন যা এখনো অব্যাহত আছে ।
সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও খাবার । রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে নিজে গাড়ি চালিয়ে মেয়র কখনো নিজে, কখনো স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
এছাড়া মাধবদী পৌর মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান (মানিক) তার নিজস্ব অর্থায়নে প্রতিদিন ১০০০-১৫০০ রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন।
মাধবদী বাজারের ফল বিক্রেতা মোঃ সাদ্দাম হোসেন বলেন ,দেশের অন্য জনপ্রতিনিধিদের তুলনায় অনেক বেশি কর্মতৎপর আমাদের মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান(মানিক) । তিনি ফাটাকেস্ট নামেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন।
তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে তিনি মানবিক সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে নিয়ে আমরা মাধবদী বাসী গর্ববোধ করি।
শিক্ষক আবদুল সালাম বলেন, মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান ( মানিক) মানবিক সহায়তা কার্যক্রম সকলে শ্রেণি মানুষের কাছে প্রশংসার যোগ্য। আমি তার নেক হায়াত কামনা করছি।
মাধবদী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর বাবু পরিমল ঘোষ রঞ্জিত বলেন,সে একজন মানবিক নেতা, যিনি দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে ঘরে ঘরে মানবিক সাহায্য পৌঁছে দিয়েছেন।
এবিষয়ে মেয়র বলেন, মাধবদী পৌরসভার জনগণ আমাকে ভালবাসে এবং আমিও তাদের সেবক হিসাবে সব সময় পাশে থাকতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি মাঠে আছি। সাধারণ মানুষের স্বপ্ন পূরণে আমি আমৃত্যু লড়াই করে যাবো। মানুষের সেবা করা বড় আনন্দ ও এবাদত বলে আমি মনে করি।
Leave a Reply