নিজস্ব প্রতিবেদক, দৈনিক খবরের দলিল।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ হতে করোনাভাইরাস (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
আজ ০৪ মে ২০২১ খ্রি. নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক( আইটিসি ও শিক্ষা) -কমল কুমার ঘোষ,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা জনসম্মুখে তুলে ধরে উল্লেখ করে ডিসি তাঁর বক্তব্যে পেশাগত উৎকর্ষ সাধন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫৯ জন গণমাধ্যমকর্মীর মাঝে সর্বমোট ১ লক্ষ ১৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
Leave a Reply