এম আর মাইনউদ্দীন, নরসিংদী।
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়ন” মানব কল্যাণ সংস্থার” উদ্যেগে – বয়স্ক ১১০ জন মহিলা কে ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে ।
০৯ মে ২০২১ রোজ রবিবার সকালে ১১০ জন বয়স্ক মহিলা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – চরদিঘলদী ইউনিয়ন মানব কল্যাণ সংস্থার, উপদেষ্টা- মোঃ জামাল উদ্দিন শিকদার, এডভোকেট – আবদুল্লাহ আল মাসুদ, প্রভাষক- মোঃ মাসুদুর রহমান মাসুদ সহ মানব কল্যাণ সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ ।
উল্লেখ, চরদিঘলদী ইউনিয়নের তরুন যুবসমাজ,আলেম সমাজ এবং চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে চরদিঘলদী ইউনিয়ন “মানব কল্যাণ সংস্থা” তিন বছর ধরে মানবতার সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
সমাজের এতিম গরিব,অসহায়,বিধবাদের দুঃখ কস্টে পাশে থেকে মানব সেবার অন্যান্য উদাহরন স্থাপন করেছে।তারই ধারাবাহিকতায়- এ বছর রমজান মাসে এবারের আয়োজন ছিলো আরো চমকপ্রদ ও ভিন্ন ধরনের।
সময়ের চাহিদানুযায়ী মানব কল্যাণ সংস্থা রমজান মাস উপলক্ষে পুরো মাস ব্যাপী বয়স্ক মহিলাদের কে নিয়ে ইসলামের মৌলিক বিষয় গুলোর উপর দুজন দাওরায়ে হাদিস পাশ আলেমার মাধ্যমে বিনামূল্যে কোর্সের আয়োজন করে।
শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ আর চাহিদার কারনে সংস্থা দুটি কেন্দ্রে নির্ধারন করে মোট ১১০ জন মহিলা কে পুরো মাস ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়মিত ক্লাস করিয়ে আসছেন। মহিলারা শিক্ষা পেয়ে খুবই খুশি ভবিষ্যতে তারা আরো এ রকম সুযোগ পেলে পড়তে চায়। মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা বৃন্দ ও কমিটির ও
আশা আছে ভবিষ্যতে আরো আয়োজন করার। ১১০ জন মহিলা শিক্ষার্থীকেই সংস্থা কতৃক ঈদ উপহার প্রদান করা হয়।
Leave a Reply