হুমায়ুন মিয়া, দৈনিক খবরের দলিল।
বিদেশ ফেরত অভিবাসীদের সংগঠন ‘অভিবাসী ফোরাম ‘নরসিংদী জেলার পক্ষ থেকে মাধবদী ম্যানচেষ্টার চত্তরে সকাল সোমবার (১০ মে, ১০টায়) পথচারিদের মাঝে আধুনিক মাস্ক বিতরণ করেন নরসিংদী ‘অভিবাসী ফোরামের’ নেতৃবৃন্দ।
অভিবাসী ফোরামের প্রচার সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শামীম এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অভিবাসী ফোরামের মোঃ বেনুজির আহমেদ, হাজীপুর ইউনিয়নের সভাপতি সহিদুর রহমান, আমদিয়া ইউনিয়নে সাধারণত সম্পাদক জাকির হোসেন পল্লী চিকিৎসক মোঃ মোস্তফা সহ অন্যান্য সদস্যরা।
রিকসা চালক আরজু মিয়া বলেন, নরসিংদী অভিবাসী ফোরামের পক্ষ থেকে আমি মাস্ক পেয়ে খুশি। এটা ভালো কাজ এবং আমাদের সুরক্ষার জন্য তারা করতেছে। আমি নিয়মিত মাস্ক পড়বো।
আরেক পথচারী মোঃ আলী মিয়া বলেন, করোনা ভাইরাসের হাত থেকে বাচতে হলে মাস্ক পড়তেই হবে। তারা আমার মুখে মাস্ক ছিল না বলে পড়িয়ে দিয়েছে। আমাকে তারা অনেক ভালো ভালো কথা বলেছে। আমি এখন থেকে মাস্ক ছাড়া চলবো না।
এ বিষয়ে মোঃ শাহাদাৎ হোসেন শামীম বলেন, আমরা আজ মাধবদী গরুর হাট মোড় চরকা চত্তরে প্রায় তিনশত লোকের মধ্যে মাস্ক বিতরণ করেছি। পর্যায়ক্রমে এ ধারা অব্যাহত রাখবো এবং গোটা নরসিংদী জেলাতে আমাদের মাস্ক বিতরণ করবো। এজন্য তিনি সবার দোয়া কামনা করেন এবং দেশের সবাই কে আরো সচেতন হতে অনুরোধ করেন।
Leave a Reply