হুমায়ুন মিয়া নরসিংদী : নরসিংদীর পুলিশ সুপার এর নির্দেশনায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধী শনাক্ত করে ১৪ ঘণ্টার অভিযান শেষে সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৯মে) সকাল ১১টার দিকে নরসিংদী সদর হাসপাতালের দ্বিতীয় তলায় নানীর কোল থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটে ।
পরে নবজাতক চুরির বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধী শনাক্ত করে ১৪ ঘণ্টার অভিযান শেষে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস আগে ঢাকার যাত্রাবাড়ী এলাকার স্বামীর বাড়ি থেকে নরসিংদীর মহিষাশুরা ইউনিয়নের চান্দের পাড়াস্থ বাবার বাড়ি আসেন অন্তঃসত্ত্বা সুমাইয়া আক্তার (২৩)।
শুক্রবার (৭ মে) সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের পাশের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ মে) বেলা ১১টার দিকে নরসিংদী সদর হাসপাতালের দু’তলায় সুমাইয়ার মা পরীবানু তার নাতিকে চিকিৎসক দেখাতে নিয়ে যান।
নাতিকে কোলে নিয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় তার সঙ্গে আলাপচারিতা শুরু করেন অজ্ঞাত এক নারী। আলাপচারিতার একপর্যায়ে নবজাতককে কোলে নিয়ে ওই অজ্ঞাত নারী উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নাতির কোন খোঁজ না পেয়ে নানী পরীবানু কান্নায় ভেঙে পড়েন।
পরীবানু বলেন, আমার নাতিকে যদি ফিরে না পেতাম তাহলে আমার মেয়ের সংসার ভেঙ্গে যেতো। আমার নাতি চুরির ঘটনায় যারা জড়িত আমি তাদের উপযুক্ত বিচার চাই।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আমিরুল হক শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনা নরসিংদী সদর হাসপাতালে প্রথম। ডিবি পুলিশকে আমরা সব তথ্য-উপাত্ত দেওয়ার পর তারা সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের পর নবজাতককে উদ্ধার করে বলেও জানান তিনি।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, নানির কোল থেকে নাতি চুরির কথা শুনার পর পুলিশ নবজাতককে উদ্ধারের কাজে নেমে তাকে উদ্ধার করতে সমর্থ হয়।
Leave a Reply