এম আর মাইনউদ্দীন , নরসিংদী ।
লিভার সিরোসিস রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ জাহিদুল ইসলামের পাশে দাড়িয়েছেন- হৃদয়ে আমাদের নরসিংদী নামে একটি অনলাইন পেইজ গ্রুপের সংগঠন।
আজ ১০ ই মে রোজ সোমবার ” হ্নদয়ে আমাদের নরসিংদী” গ্রুপের পক্ষ থেকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ মোঃ জাহিদুল ইসলাম কে আর্থিক সহায়তা তার পিতার কাছে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – নরসিংদী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী – এডভোকেট কাজী নাজমুল ইসলাম , লায়ন মোঃ রাসেল বিন হাসনাত।
উল্লেখ,-” হৃদয়ে আমাদের নরসিংদী ” এই অনলাইন পেইজ গ্রুপটির ব্যানারে বিগত সময়ে রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ চালিয়ে আসছে সংগঠনের এডমিন গ্রুপের সদস্যদের নিজস্ব অর্থায়নে।
Leave a Reply