হুমায়ুন মিয়া, নরসিংদী।
“কত অসহায় মানুষ দেখি পথে-প্রান্তে দৈনিক, মানব সেবায় খুলেছি দার আমরা মানবতার সৈনিক ” সবাই ছাত্র এখনো নিজের কোন নির্দষ্ট আয়ের উৎস নেই। বাবা-মায়ের কাছ থেকে যে টাকা-পয়সা পায় তা দিয়েই লেখা পড়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে দাড়ায়।
এই ছাত্র বয়সেই অনেকে আবার ভুল পথে পা বাড়িয়ে মানুষের জিবন কে অতিষ্ঠ করে তুলে। সাধারণ মানুষের সহায়-সম্পদ কেড়ে নেয়।
কিন্তু এই দেশে এই সমাজে এখনো সুশিক্ষা বেচে আছে যার প্রমাণ মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজারের ‘আমরা মানবতার সৈনিক সংগঠনের ‘ ছাত্র বৃন্দ।
একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসাবে এক ঝাঁক তরুণ প্রজন্মের ছাত্রদের নিয়ে গঠিত সংগঠনটি।
দেশ ও সমাজের ক্রান্তিলগ্নে ওরা সাধ্যমত যা আছে তা নিয়েই দাড়িয়ে যায় অসহায়, গরীব,দুঃখী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে।
মঙ্গলবার (১১ মে) সকালে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
ত্রাণ গ্রহিতা ফুল বানু বলেন, ছাত্ররা আমাদের মতো গরীব মানুষদের কে ঈদের বাজার দিছে এটাই আমাদের আনন্দ। তাদের জন্য দোয়া করি।
আরেক ত্রাণ গ্রহিতা মুকুল বলেন, কিভাবে ঈদ করবো তা নিয়ে চিন্তায় ছিলাম। ছাত্ররা আমার সে চিন্তা দুর করে দিলো। এমন ছাত্র ঘরে ঘরে হোক।
বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু হানিফ বলেন, আমার ছাত্ররা নিজে পকেটের টাকা দিয়ে এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে যে কাজ করে যাচ্ছে আমি তাতে আনন্দিত। দেশ ও সমাজের পরিবর্তন এই ছাত্রদের হাত ধরেই আসবে বলে আমি মনে করি। সকল শিক্ষকদের প্রতি আমার আহবান থাকবে তারা যেন ছাত্র -ছাত্রীদের কে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: শাওন আহমেদ বলেন, সমাজের অসহায় মানুষদের এই দুঃসময়ে পাশে থাকতে পেরেছি বলে আনন্দ লাগছে। দীর্ঘদিন ধরেই আমরা এই সংগঠন করে মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী বলেন, আমি আজ এই ছাত্রদের ঈদ সামগ্রী নিজের হাতে গরীবদের মাঝে দিতে পেরে খুশি। আমাদের মুক্তিযুদ্ধের সুফল তাদের হাত ধরেই আসবে ইনশাআল্লাহ। ওদের হাতেই নিরাপদ দেশ ও মানবতা!
Leave a Reply