ডেস্ক রিপোর্ট, দৈনিক খবরের দলিল।
নরসিংদী সদর উপজেলা চরদিঘলদী ইউনিয়ন ছাত্র ঐক্য ফোরাম (১,২,৩ নং ওয়ার্ড) আল-হুদা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যেগে বিভিন্ন মাদ্রাসা অধ্যায়নরত ৫২ জন কোরআনে হাফেজ এর মাঝে পাগড়ী প্রদান করেছেন।
১৭ ই মে ২০২১ খ্রি.চরদিঘলদী মাদ্রাসা মাঠে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে – মোহাম্মদপুর সরকারী মডেল কলেজের সহকারী অধ্যাপক – মোঃ তৈয়ব আল- আজাদ এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাদারটেক আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক – মোঃ তকদীর হোসেন মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চরদিঘলদী বাজার বনিক সমিতির সভাপতি – মোঃ আজগর আলী প্রধান,মোঃ জামাল শিকদার, মোঃ রবিউল ইসলাম সরকার, মোঃ সাইফুল ইসলাম ইরান সহ
হাফেজ ও আল- হুদা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ- উপস্থিত অতিথি বৃন্দ ” আল- হুদা ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের প্রশংসীয় কাজকে স্বাগত জানি ভবিষ্যতে এ রকম ভালো কাজে তাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন ।
Leave a Reply