বিশেষ প্রতিনিধি, নরসিংদী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলার সকল উপজেলায় একযোগে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র খেটে খাওয়া পরিবার এবং কৃষক পরিবারের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
২৪ মে ২০২১খ্রি. নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে – শিশু খাদ্য ও গো- খাদ্য বিতরণ অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
নিয়মিত ত্রাণ বরাদ্দের পাশাপাশি শিশুখাদ্য ও গো-খাদ্য খাতে এ বরাদ্দকে সরকারের বহুমাত্রিক কল্যাণমুখী চিন্তার বহিঃ প্রকাশ হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে- সরবরাহকৃত শিশুখাদ্য ও গো-খাদ্যের সুষ্ঠু বন্টন ও বিতরণের মাধ্যমে শিশুদের সুরক্ষিত ও নিরাপদ রাখা ও গবাদিপশুর পালন সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এ বরাদ্দের আওতায় নরসিংদী জেলার ৬ টি উপজেলার মোট ১২০০ জন উপকারভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে গো-খাদ্য এবং ৭৮৬ জন উপকারভোগীকে মোট ৬ লক্ষ টাকা মূল্যের শিশুখাদ্য সরবরাহ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply