বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা।
আগামী এক বছরের জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আংশিক কমিটিতে এস এম আশিকুর রহমান আশিককে সভাপতি এবং মো. সুমন হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন হাসিম উদ্দিন হিমেল, ফজলে রাব্বী শাওন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী শাহেদ পারভেজ ইমন, হাসানুজ্জামান শাওন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মহিদুল ইসলাম এবং মাসুম পারভেজ হালিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
Leave a Reply