হুমায়ুন মিয়া নরসিংদী : বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী জেলার মাধবদী থানা কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২৬ মে) বিকাল ৪টায় মাধবদীর আনন্দী সাকুরা রেস্টুরেন্টে ‘ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেন নরসিংদী জেলা কমিটির সভাপতি এড.খন্দকার সোহেল হাসান টুটুল।
তিন বছর মেয়াদের ৩১ সদস্যদের এই কমিটিতে সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন- নরসিংদী জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী-মোঃ ইউসুফ মিয়া।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন – নরসিংদী জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী -মোঃ মেহেদী হাসান।
যুগ্ন-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন (সংগীত শিল্পী খানে আলম)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্নসম্পাদক শওকত চৌধুরী। উপস্থিত ছিলেন পলাশ উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এম এ সাত্তার মিয়া, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪ ৫ ৬ নং ওয়ার্ড) ফরিদা ইয়াসমিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ কে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে নতুন কমিটি তাদের কাজ অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এজন্য তারা আওয়ামিলীগ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply