বিশেষ প্রতিনিধি, নরসিংদী :
নরসিংদী সদর উপজেলা মহিষাশুড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কোতালিচর ( জানমহলে) সবজি চাষ করে অবস্থার পরিবর্তন করেছেন মো. তৌফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক। বাড়ির পাশের প্রায় ১৫০ শতাংশ জমিতে লাল শাক, লাউ, টমেটো, শষা,মুলাম, ডেরশ, জালি কুমড়া, শিম ও কুঁই শাক চাষ করছেন। গত ২বছর ধরে কঠোর পরিশ্রম ও একগ্রতা ভাগ্য বদলে তাকে সহায়তা করেছে। প্রথম দিকে শখ করে বরগা চাষ করে সবজি চাষে লাভবান হলে এ বছর জমি বন্ধক নিয়ে সবজি আবাদের দিকে ঝোঁকেন তিনি। বর্তমানে তৌফিকুর একজন সফল সবজি চাষি। ক্রেতারা সরাসরি তার মাঠ থেকই সবজি কিনে নিয়ে যান।
আজ ২৮ শে মে সরেজমিনে মহিষাশুড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কোতোয়ালিচর ( জানমহল) এলাকায় গিয়ে দেখা যায় নিজ বসত ঘরের পাশে সবজির ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত রয়েছেন তৌফিকুর । তিনি জানান, কোতালিচর তিথী টেক্সটাইল প্রাঃলিঃ এর সাইজিং ইউনিটে কাজ করেন। গত বছর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বেকার হয়ে পরলে জমি বরগা নিয়ে সবজি চাষে ঝুকে পরেন। পরে সবজি চাষে সফলতা ধরা দেয় তাকে। বর্তমানে স্থানীয়ভাবে একজন সফল সবজি চাষি হিসেবেই সবার কাছে পরিচিত তৌফিকুর। তৌফিকুর ইসলাম আরো জানান, এখন ১২ মাসই সবজির চাষ করেন তিনি। চলতি মৌসম ছাড়াও আগামী মৌসমের জন্য পুই শাক, বেগুন, দুন্দুল, শষা চাষেরও প্রস্তুতি নিচ্ছেন। সবজি ক্ষেত পরিচর্যার জন্য একজন লোক নিয়োগ দিয়েছেন তিনি। এবছর সবজির বাজার দাম ভালো হওয়ায় লাভ বেশি হচ্ছে বলে জানান কৃষক তৌফিকুর।
তৌফিকুর ইসলাম দৈনিক খবরের দলিল কে জানান, স্থানীয় কৃষি অফিস যদি আমাকে আর্থিক এবং পরামর্শ দিয়ে সহায়তা করে তাহলে আমি বিষ মুক্ত সবজি চাষে বিপ্লব ঘটাতে পারবো। ইনশাল্লাহ।
Leave a Reply