খুলনার কপিলমুনির সুনামধন্য ব্যবসায়ী রথিন দত্ত্বের জীবনাবসান; চলে গেলেন না ফেরার দেশে।
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, কপিলমুনির বিশিষ্ঠ ব্যবসায়ী রথীন্দ্র নাথ দত্ত চলে গেলেন না ফেরার দেশে।
শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৫৫ বছর। তিনি কপিলমুনির প্রয়াত ব্যবসায়ী সমিরণ দত্তের ছেলে।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দু’ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে রথীন দত্ত’র মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কপিলমুনি প্রেসক্লাব।
Leave a Reply