শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এর আওতায় তামাকজাত দ্রব্য প্রদর্শন করার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ শাহরিয়ার হক ২৯ শে মে শনিবার দুপুরে জিরোপয়েন্ট সহ পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তামাকজাত দ্রব্য প্রদর্শন করার অভিযোগে বিজয় কৃষ্ণ রায় নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা এবং প্রদর্শিত খালি সিগারেটের প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এসময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দার।
Leave a Reply