এম আর মাইনউদ্দীন , নরসিংদী ।
নরসিংদীর শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন ২০২১খ্রি.) দুপুর সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তের গাঁও ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, আজ দুপুর ১২ টার দিকে সজিব তার নিজ বাড়িতে ধান উড়ানোর জন্য স্ট্যান্ড ফ্যান এর সাথে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন । এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে গেলে আহত অবস্থায় তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply