বিশেষ প্রতিনিধি,দৈনিক খবরের দলিল।
আজ আকাশেও করেছে মেঘেরা বিচরন
অন্যদিকে এই শহড়টাও বড্ড ফাকা ফাকা
আসছে ধেয়ে বাতাসে বয়ে রিমঝিম মেঘেরা
আমি ভিজে চলছি চলছি একা পথে
যদি হয় তোমার সাথে হটাৎ দেখা
এই বর্ষায় থাকবে তোমার হাতে এক গুচ্ছ কদম
তুমি বলবে এই নাও অনেক যত্ন করে নিয়ে এলাম
এই আষাঢ়ে ভিজে ভিজে তোমারি সমিপে
জানাতে এসেছি তোমাকে এই আষাঢ়ের শুভেচ্ছা,
এই ভিজে ভিজে ভাবছি আর চলছি একা পথে
আর তুমি এটা সেটা নিয়ে সাড়াদিন তুমিও ব্যস্ত
এমন করেই কেটে যাচ্ছে আমাদের দিন গুলো
এই দিকে তোমার মনেই থাকেনা কখন কি,
আমি কিন্তু স্বরন করিয়ে দিলাম তোমায়
আষাঢ়ের প্রথম দিন তবুও নেই সাড়া তোমার,
রাস্তার ঐ পাড়েই দেখি বিশাল কদম গাছ
সাথে কৃষ্ণচুড়ার একটা গাছও আছে দেখছি
ভেবেছি যদি কোনদিন আসো এখানেই বসবো
আমরা দুজন আমাদের মনের আদান প্রধানের জন্য
ভাবছি তুমি আসবে আমার শুভেচ্ছার ভার্তা নিয়ে
প্রতিটা মেঘের ফোটা বলেছে আজ তুমি আমার
আজকের দিনে আসবে তুমি আমার কাছে
আজ আমি তোমায় জানাচ্ছি এই দিনে শুভেচ্ছা।
লেখক:- সুলতানা খান দিনা জুঁই
Leave a Reply