বিশেষ প্রতিনিধি, দৈনিক খবরের দলিল।
নরসিংদীর পলাশের মাদক সম্রাজ্ঞী বিলকিস গ্রেফতারে জন মনে স্বস্তি। নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকা হইতে ডিবি পুলিশ সাত কেজি গাঁজা সহ বিলকিসকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিলকিস গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মৃত নুরুল ইসলাম ঔরসজাত ও আঃ কাদের নেওয়াজের পালিত মেয়ে। সে দীর্ঘদিন যাবত ওয়াপদা গেইটের সামনে সকাল-সন্ধা সুপার মার্কেটের কাঁচা বাজারের পাশে সিঙ্গাপুর প্রবাসী নুরুল ইসলাম এর বাড়িতে ভাড়া থাকেন। এখানে তার আপন ভাই বসবাস করে ব্যবসা বানিজ্য করেন বিধায় এ এলাকায় বিলকিসের বসবাস।বিলকিস গ্রেফতার হওয়ার পর ওয়াপদা গেইট এলাকায় ব্যপক সমালোচনার ঝড় ওঠে,বিলকিস দীর্ঘদিন যাবত সুদের ব্যবসা,মাদক ব্যবসা সহ নানা অপকর্মে জড়িত, অভিযোগ আছে তার সুন্দরী উঠতি বয়সী মেয়ে লেলিয়ে দিয়ে বিয়ের নাম করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। বিলকিসের রয়েছে অপরাধ জগতে শক্তিশালী নেটওয়ার্ক তাই সে কাউকে ভয় করেনা এবং দাপিয়ে বেড়াচ্ছেন সমস্ত জায়গায় গুনেনা কাউকে, ক্ষমতার দাপট দেখান সবার সাথে। তার মেয়ে ছাড়া ও রয়েছে মাদক ব্যবসার একাধিক লোক তার মেয়ে ও তার সহযোগী মাদক ব্যবসায়ীরা তাকে ছাড়িয়ে আনার জন্য মড়িয়া হয়ে লেগেছে। তাকে এবং তার মেয়েকে ও তার বাকি সহযোগীদের আইনের আওতায় এনে জিজ্ঞেসাবাদ করলে বেড়িয়ে আসবে মাদক জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য, এলাকাবাসী জানায় সে দীর্ঘদিন যাবত এগুলি করে আসছে ধরা ছোয়াঁর বাহিরে থেকে, বিলকিসের নামে একাধিক মামলা হয়েছে আগে পরে সে একটি হত্যা মামলার আসামি ও ছিল। এলাকার লোকজন বিলকিসের সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
Leave a Reply